সাভার (ঢাকা) : সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের ১০ যাত্রী দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সাভারের উলাইল এলাকার মধুমতি টাইলস লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে সাভারের মধুমতি টাইলসের সামনে ঢাকা থেকে ফরিদপুরগামী জাকের এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১১-১০৬৭) যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন ধরে যায়। যাত্রীরা যে যার মতো জানালার গ্লাস ভেঙে বের হন।
ওসি জানান, এ ঘটনায় ১০ যাত্রীর শরীর আগুনে ঝলসে গেছে। তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আগুনে পোড়া গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।