সিডর সুমন ।।
অমর একুশে গ্রন্থমেলা ২০১৫ উপলক্ষ্যে মেলায় এসেছে তরুণ লেখক আবুল খায়ের সজীবের দুটি বই। ইতিমধ্যে বই দুটির প্রথম সংস্করণ প্রায় শেষ। বই দুটি তরুণ পাঠকের মাঝে সাড়া ফেলেছে। জীবন, জীবন ও ভালবাসা, পারিবারিক বন্ধন, মধ্যবিত্ত জীবনের উঠানামা ইত্যাদির সম্বন্নয়ে দশটি গল্পের বই ‘চিঠি’ এবং বাস্তবধর্মী ও বর্তমান প্রেক্ষাপট অবলম্বনে রুপক ৫৩ টি কবিতা নিয়ে কবিতার বই ‘যোগ-বিয়োগ’। মুক্তদেশ প্রকাশনী থেকে প্রকাশিত বই দুটি সর্ম্পকে প্রকাশক জাবেদ ইমন বলেন, ‘তরুণ পাঠকের মাঝে বই দুটি ব্যাপক সাড়া ফেলেছে, বই দুটির বিক্রি অনেক ভাল। আশা করছি পূণঃমুদ্রণ করা লাগবে।’
উল্লেখ্য গত ২০১৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় আবুল খায়ের সজীবের ‘মন’, ‘অন্তরালে’ এবং ‘বর্ষা ভেজা ফাগুন’ নামে তিনটি বই প্রকাশিত হয়।