টঙ্গী প্রতিনিধি
বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশ ও বাংলাদেশ মানবাধিকার কমিশন, গাজীপুর মহানগর এর উদ্যোগে টঙ্গী, হোসেন মার্কেট এলাকায় গত-১০ থেকে ১১ জানুয়ারী ও ১৬ থেকে ১৮ জানুয়ারী ২০১৫ দুই দিনব্যাপি করে মোট চারদিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। যুগান্তর স্বজন সাংস্কৃতিক দলের সমন্বয়ক সাংবাদিক অলিদুর রহমান অলির সমন্বয়ে সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, গাজীপুর মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য এম শাহীন হোসেন, সমাজসেবক মোস্তফা কামালুর রশীদ, গোলাম হোসেন, গাজী সেকান্দার, আক্কাছ মিয়া, আপেল মাহমুদ, জুয়েল মাল, মাওলানা রফিকুল ইসলাম, মাসুদ মিয়া, জহির, আল আমিন,
উক্ত সেবা কাযক্রমে সার্বিক সহযোগিতা ও পরামশ দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, গাজীপুর মহানগর শাখার সভাপতি আলহাজ্জ মো: সোহরাব উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো: গোলাম মোস্তফা, মেডিকেল অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ডা: সোহাগ।
যুগান্তর স্বজন সমাবেশ ও স্বজন সাংস্কৃতিক দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল আজিজ, জহিরুল ইসলাম, হাজ্জাজ বিন রশিদ, রাবেয়া, সাংবাদিক মো: রুম্মান শেখ, সাংবাদিক জাহাঙ্গীর রনি, ফাতেমা বুশরা, আবদে রাব্বি নিঝুম, ইব্রাহিম খলিল, গোলাম রব্বানী, সোনা মিয়া, আয়ুব আলি, মামুন, প্রমুখ। যুগান্তর স্বজন সাংস্কৃতিক দলের সমন্বয়ক সাংবাদিক অলিদুর রহমান অলি জানন “আমরা বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে ছয় হাজার লোককে চিকিৎসা সেবা প্রদান করেছি এবং ছয়শত পিজ বোতলজাত পানিয় বিতরন করেছি।