পঞ্চগড় প্রতিনিধি :
সারাদেশে সন্ত্রাস, বিশৃংখলা ও নৈরাজ্য সৃষ্টি প্রতিবাদে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানবন্ধন করেছে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
আজ শনিবার বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে রাস্তার দুধারে সহস্রাধিক শিক্ষার্থী আমাদের স্কুলে যেতে দাও, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা বন্ধ কর ও আমাদের পরীক্ষা দিতে দাও বিষয়ের ওপর প্রতিবাদ প্লেকার্ড নিয়ে শিক্ষক ও সুশীল নাগরিকদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মাহবুবুর রহমান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, যুবলীগের মোজাফ্ফর হোসেন পল্টু, সাবেক ছাত্রনেতা আব্দুল হাকিম কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বীরেন্দ্রনাথ বর্মন ও শিক্ষার্থীদের মধ্যে ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সাম্মা, খুশি ও ফাতেমা প্রমুখ।
যদিও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘জাতীয় শিশু নীতি-২০১১’ এর শিশু সুরক্ষাবিষয়ক অংশে উল্লেখ করা হয়েছে, ‘শিশুদের রাজনৈতিক কর্মকান্ডে ব্যবহার, প্রলোভন বা জোরপূর্বক জড়িত করা যাবে না’। তবে মানববন্ধনে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতিই আমাদের এ পথে আসতে বাধ্য করেছে। চলমান লাগাতার হরতাল-অবরোধের নামে আগুনে মানুষ পুড়িয়ে মারা, শিক্ষার্থীরা স্কুলে আসতে ও পরীক্ষা দিতে পারছে না। এর সমাধান চাই, দিতে হবে। এসময় বক্তারা ২০ দলীয় জোটের দেশ ও মানুষ পুড়িয়ে মারা কর্মকান্ডের তীব্র নিন্দা জানান।