সিডর সুমন :
ভালবাসা দিবসে মুক্তি পাচ্ছে মিউজিক ভিডিও ‘ছুঁয়েছ হৃদয় আমার’। কিশোর ও পূজার কন্ঠে গাওয়া গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তানহা তাসনিয়া ও সানি। আব্দুল মালেকের পরিচালনা করেছেন মিউজিক ভিডিওটির প্রধান চিত্রগ্রাহক ছিলেন এম ফেরদৌস রেজা।
এই গানের মাধ্যমে দীর্ঘদিন পর আবার মিউজিক ভিডিওতে ফিরলেন এম ফেরদৌস রেজা। মুন্সিগঞ্জ ও মাওয়ার বিভিন্ন লোকেশনে চিত্রায়ন হয়েছে মিউজিক ভিডিওটির। এ ব্যাপারে চিত্রগ্রাহক রেজা লেন, ‘ভালবাসা দিবসে মুক্তি পাচ্ছে গানটির ভিডিও। এটি সম্পূর্ণ রোমান্টিক ও গ্ল্যামার টাইপের মিউজিক ভিডিও যাতে দর্শক সিনেমাটিক ফিল পাবে।’
উল্লেখ্য, এম ফেরদৌস রেজার পরিচালনা ও চিত্রগ্রহণে বেলাল খানের ‘সোনাপাখি’ ও ‘সোনাপাখি-২’ এই দুটি গানের মিউজিক ভিডিও ইতিমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তারই ধারাবাহিকতায় বেলাল খানের ‘মেঘলা দুপুরে’ নামক আরেকটি মিউজিক ভিডিও পরিচালনা করবেন এম ফেরদৌস রেজা।