৫২ জাতীয় ডেস্ক।।
পুরান ঢাকার তাঁতী বাজার মোড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তারা।
রোববার বিকেল পৌনে ৫টার দিকে সদরঘাট-গাজীপুর রুটের স্কাইলাইন (ঢাকা মেট্রো জ ১৪-০০৯৩) পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস কুদ্দুস ফকির বলেন, দুর্বৃত্তরা পেট্রোলবোমা মেরে বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।