৫২ রাজনীতি ডেস্ক।।
সাবেক প্রধানমন্ত্রী ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া নিজেকে রক্ষা করতে পারবেন না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
রোববার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে হানিফ বলেন, ‘খালেদা জিয়া ভোটের অধিকার হরণ করে এখন আবার পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছেন। তিনি মানুষের বেঁচে থাকার অধিকার হরণ করছেন। কিন্তু জনগণ আজ বিক্ষুদ্ধ হয়ে উঠছে। তারা বিভিন্ন জায়গায় পেট্রোলবোমা হামলাকারীদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে দিচ্ছেন। বেগম জিয়া নিজেকেও রক্ষা করতে পারবেন না।’
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, আওয়ামী লীগের সদস্য বেগম মন্নুজান সুফিয়ার এমপি, আওয়ামী লীগের এমএম কামাল হোসেন, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের এমপি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
বিকেলে সার্কিট হাউজে অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে সভাপতি এবং নিজাম উদ্দিন খান নিলুকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা দেয়া হয়।