৫২ রাজনীতি ডেস্ক।।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আগুন-সন্ত্রাসের শিকার পেট্রোল বোমায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জলন কর্মসূচী পালন করেছে শ্রমিক কর্মচারী- পেশাজীবী- মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।
জাতীয় প্রেসক্লাবের সামনে রবিবার সন্ধ্যায় এ কর্মসূচী পালন করে। কর্মসূচীর উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এ সময় শাহজাহান খান ‘চলো চলো গুলশান চলো, খালেদা জিয়ার কার্যালয় ঘোরাও করো’ কর্মসূচীও ঘোষনা করেন।
ঘোষিত কর্মসূচির বিষয়ে মন্ত্রী বলেন, হরতাল-অবরোধের নামে সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে এবং এই সহিংসতা বন্ধের দাবিতে আগামীকাল সোমবার সকাল ১১টায় খালেদার কার্যালয় ঘেরাও করা হবে।
তিনি আরও বলেন, ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২০ দলীয় জোট খালেদা জিয়ার নেতৃত্বে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যারা পেট্রোল বোমা মারছে তাদেরকে সাধারণ জনগণ ধরিয়ে দিচ্ছে। এতে প্রমান হয় সাধারন জনগণ সন্ত্রাসী কার্যক্রমের বিপক্ষে।
১৯৭১, ২০১৩ সালে তারা যেমনভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এখনও তেমনিভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব সন্ত্রাসীদের রূখতে হবে। তাই জনগণকে বলবো- এদেরকে প্রতিহত করুন।
মানুষের রক্ত দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি করতে চাইলে আমরা তা প্রতিহত করবো বলেও জানান শাহজাহান খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের মহিলা নেত্রী সংসদ সদস্য শিরিনা আক্তার, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবুল হোসেন, শ্রমিক নেতা বাহরানে সুলতান বাহার প্রমুখ।