৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের বড়বাড়ি কুনিয়া পাছর এলাকায় স্থানীয় ওসি রেজাউল করিমের সহযোগীতায় মেলার নামে চলছে জুয়া আর অশ্লীল নৃত্য।
এতে চরমভাবে বিঘ্ন ঘটছে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা। পরীক্ষা চলাকালীন সময়ে জুয়ারী তৌহিদুল ইসলামে নেতৃত্বে এসব জুয়া ও অশ্লীল নৃত্য চলায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
মেলায় আসা টঙ্গী ও আশ পাশ এলাকার উঠতি বয়সী স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে মেলার আয়োজক জুয়ারী মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘জুয়া ও খোলামেলা নৃত্য হয় বলেই তো পুলিশ ম্যানেজ করে চালাচ্ছি।
এব্যাপারে যোগাযোগ করা হলে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম এই অবৈধ আসরের সাথে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কুনিয়া পাছর এলাকায় জুয়া ও অশ্লীল নৃত্য হচ্ছে কিনা আমার জানা নেই।