৫২ রাজনীতি ডেস্ক।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেবী নাজনীন খালেদা জিয়ার গুলশানে বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে যান। কিন্তু পুলিশ তাকে প্রবেশ করতে দেয়নি। বেবী নাজনীন প্রায় আধা ঘণ্টা কার্যালয়ের সামনে অপেক্ষা করেন। পরে রাত ৮টার দিকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে খাবার নিয়ে এসেছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্য বেবী নাজনীন।