৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুরের টঙ্গী বাজারের আনারকলি রোডের মা ছখরুন্নেসা সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে সেখানে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই বাজারের তৌহিদ সাইকেল স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে বলে ধারণা তাদের।
রাত পৌনে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। পার্শ্ববর্তী জামান ইলেক্ট্রনিক্স নামে একটি দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে।