৫২ মফস্বল ডেস্ক।।
২০দলীয় জোটের হরতালের শেষ দিনে বগুড়ায় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ছাড়াও পুলিশ ২৪ঘণ্টায় বিএনপি, জামায়াত ও শিবিরের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে এরুলিয়া কাফেলা কোল্ড স্টোরের পাশে একটি কাভার্ডভ্যানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গত ২৪ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার পীরগাছা শাখা শিবিরের সভাপতি আরিফ বিল্লাহসহ ভাঙচুর ও নাশকতার মামলায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
৭২ ঘণ্টার হরতালের শেষ দিনে মঙ্গলবার সকালে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির। সকাল ৮টার দিকে জামায়াত-শিবির নেতাকর্মীরা শহরের উপশহর ওলীর বাজারে এবং সকাল ৯টায় সাবগ্রামে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। একই সময়ে শহরের শেরপুর রোডে জামায়াত-শিবিরকর্মী মিছিল করার চেষ্টা করলে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।