৫২ জাতীয় ডেস্ক।।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক করবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা পর্যবেক্ষণে প্রতিনিধি দলটি বর্তমানে ঢাকায় অবস্থান করছে।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ সকালে বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় পার্লামেন্টের ওই প্রতিনিধি দলটি আসবে। সেখানে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন।
তিন সদস্যের এ প্রতিনিধিদলের নেতা ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির (ড্রোই) উপপ্রধান ক্রিশ্চিয়ান দান প্রেদা। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন ক্যারল ক্রাসকি ও ইয়োসেফ ভেইডেনহোলজার।
চার দিনের এ সফরের প্রতিনিধি দলটি স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবে। এছাড়া তারা দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবে বলে জানা গেছে।