৫২ খেলাধুলা ডেস্ক।।
বিশ্বকাপ ক্রিকেট ২০১৫-তে বাংলাদেশের শুভ সূচনায় টাইগারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ অস্ট্রেলিয়ার ওভালে আফগানিস্তানকে ১০৫ রানে পরাজিত করার পর টাইগারদের এ অভিনন্দন জানান তিনি।
প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব আসিফ কবির মুঠোফোনে এই অভিনন্দন বার্তা জানান।
তিনি জানান, বুধবার খেলা শুরু হলে শত ব্যস্ততার মধ্যেও বাংলাদেশ দলের খোঁজ রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কখনো কখনো টেলিভিশন সেটের সামনে বসে খেলাও দেখেছেন তিনি।
পাশাপাশি, বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের এই সাফল্যে প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় দলের খেলোয়ার, ম্যানেজার, কোচ ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দলের প্রতিটি খেলোয়াড়ের সুস্বাস্থ্যও কামনা করেন প্রধানমন্ত্রী।