৫২ লাইফ স্টাইল।।
কর্মজীবী মানুষের অনেককেই মাস শেষে বিভিন্ন বিড়ম্বনায় পড়তে দেখা যায়। কারন তারা নির্দিষ্ট হিসেবে ব্যয় করেন না। তাই, তাদের ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যার আগমন ঘটে। তবে জীবনে কিছু করতে চাইলে এটিই অত্যান্ত ভালো সময়। যখন আপনি একা থাকবেন তখন আপনার মন মত সব কিছু সাজিয়ে গুছিয়ে নেয়ার ভালো সময় পাবেন। তাই, এই সময়গুলো নষ্ট না করে পর্যাপ্ত কাজে লাগান, ভবিষ্যৎ সুন্দর হবে। এখানে, ৪টি সুন্দর ধাপ দেয়া হল যাতে আপনারা সঠিকভাবে টাকা
জমাতে পারেন-
১। আবর্তক আমানত অ্যাকাউন্ট তৈরি করুন:
আপনি একটি বেতন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আবর্তক অ্যাকাউন্টটি খুলে ফেলুন। সেখানে প্রতি মাসে আপনার বেতন অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চলে যাবে ডিপোজিট হিসেবে। আপনি যখন খুশি ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। আর যদি সময় অতিবাহিত হবার পর টাকা তুলেন তাহলে লাভের টাকাও পাবেন।
২। আপনার খরচ লিখে রাখুন:
যখন আপনি জানবেন না, আপনার খরচের পরিমাণ কত তখন আপনি বেশি খরচ করে ফেলবেন। তাই আগে থেকেই হিসাব করুন, আপনার প্রয়োজনীয় জিনিসপত্রের। তাহলে পরবর্তীতে কোন সমস্যা হবে না। আপনার আয়ের তুলনায় ব্যয় যেন বেশি না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখুন।
৩। ঘরে ছোট করে পার্টি করুন:
জন্মদিন হোক আর অন্য কোন উপলক্ষ বাহিরে কোন হোটেল বা রেস্তোরাতে না যেয়ে ঘরে বসে উপভোগ করতে পারেন। এতে আপনার খরচের পরিমাণ কমে যাবে। তাছাড়া একসাথে সবাই মিলে রান্না করে মজাটা আরও বেশি উপভোগ করতে পারবেন। রাতে বিভিন্ন ধরনের গেমস খেলতে পারবেন। যা বাহিরে হয়ত করা সম্ভব হত না।
৪। ৩০ দিনের নিয়ম অনুসরণ করুন:
আপনার যদি হটাত করেই মনে হয় আপনার কিছু জিনিসের প্রয়োজন আছে। তাহলে কিছুদিন অপেক্ষা করুন। অবশ্যই মাসিক তালিকার বাহিরে কিছু ক্রয় করবেন না। এতে মাস শেষে আপনার হিসেবে বিঘ্ন ঘটতে পারে।
এই চারটি সহজ পদ্ধতি অনুসরণ করে চলুন। এতে আপনার সঞ্চয়ে সুবিধা হবে। -সূত্র: টাইম্স অফ ইন্ডিয়া।