, ২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি
বিকাল ৫:১৭,TV



পাক পরমাণু অস্ত্র রক্ষায় আফগানিস্তানে মার্কিন সেনা দরকার – ডোনাল্ড ট্রাম্প

৫২ আন্তর্জাতিক ডেস্ক।।

মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার রক্ষার জন্য আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন রাখা হবে। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশীদের বিতর্কে এ কথা বলেন তিনি।

 

ট্রাম্প বলেন, পাকিস্তানের পাশেই আফগানিস্তান অবস্থিত; সে কারণে সেখানে মার্কিন সেনাদের অনেক দিন থাকতে হবে। পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার রয়েছে এবং তার ভাষায়, এটি রক্ষার জন্য সেখানে মার্কিন সেনা মোতায়েন রাখা জরুরি।

 

গত সেপ্টেম্বরে বেতার বক্তৃতায় পাকিস্তানকে সামাল দেয়ার জন্য ভারতকে কাজে লাগানোর কথাও ঘোষণা করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ভারতের নিজস্ব পরমাণু অস্ত্র এবং খুব শক্তিশালী সামরিক বাহিনী আছে। ভারতকে দিয়েই সত্যিকারভাবে পাকিস্তানকে সামাল দেয়া সম্ভব। এজন্য নয়দিল্লির সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠভাবে কাজ করা দরকার বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প।

সুত্র-রেডিও তেহরান।

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ