ভোলা প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশনের আমিনাবাদে নবম শ্রেনী পড়ুয়া বোনকে ইভটিজিং এর প্রতিবাদ করায় পিতা-মাতা সহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ-শ্রমিকলীগ ক্যাডাররা।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টায় আমিনাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রাত ১০টায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় শুক্রবার (২০মার্চ) সকালে মামলা দায়ের করা হবে বলে আহতদের সূত্রে জানা গেছে।
এলাকা সূত্র জানায়, আমিনাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জিয়াউল হক হুমায়ুন মিয়ার নবম শ্রেনী পড়ুয়া মেয়েকে বিদ্যালয়ে যাতায়াতের সময় পার্শ্ববর্তী ফরাজী বাড়ির কয়েক বখাটে কয়েকদিন ধরে ইভটিজিং করে আসছে। বিদ্যালয়-পড়ুয়া ওই মেয়ে এ ঘটনা তার পরিবারকে জানালে ভাই এসএসসি পরীক্ষার্থী মোঃ হাসিব ইভটিজিং এর সাথে জড়িতদের জিজ্ঞেস করতে ফরাজী বাড়িতে গেলে তারা হামলা চালায়। এসময় হাসিবের ডাক-চিৎকারে তার মাতা তাছলিমা বেগম (৪০), চাচী ফরিদা বেগম (৪৫) ও জুলিয়া বেগম ঝুমুর (৩০) হাসিবকে উদ্ধারে এগিয়ে আসলে স্থানীয় মোঃ হাসান, জাহিদ, আল-আমিন, মীর রিপনের নেতৃত্বে ছাত্রলীগ ও শ্রমিকলীগের ২০/২৫ জন ক্যাডার তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাছলিমা বেগম, ফরিদা বেগম, জুলিয়া বেগম ঝুমুর ও হাসিবকে (১৪) উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাছলিমা বেগম, ফরিদা বেগম ও জুলিয়া বেগম ঝুমুরকে বরিশাল শেবাচিমে প্রেরন করেছে।
জিয়াউল হক হুমায়ুন মিয়া জানান, আজ শুক্রবার তাদেরকে বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.