ইসরাইলি গোয়েন্দা সূত্রের নানা রিপোর্ট অনুযায়ী লেবাননের হিজবুল্লাহর কাছে দেড় লাখ উন্নত মানের এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যে সেগুলোকে ইসরাইলের যে কোনো অঞ্চলের যে কোনো টার্গেটে নিক্ষেপ করা সম্ভব।
ইসরাইলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াকোভ অ্যামিডরোর-এর দেয়া তথ্য অনুযায়ী ইউরোপের সবগুলো দেশের গোলা ও ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি গোলা আর ক্ষেপণাস্ত্র রয়েছে হিজবুল্লাহর কাছে।
অ্যামিডরোর আরো জানিয়েছেন, সিরিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ায় হিজবুল্লাহর সামরিক দক্ষতা আগের চেয়েও অনেক বেড়েছে। সিরিয়ার বাশার আসাদ দেশটির চলমান যুদ্ধে বিজয়ী হলে সিরিয়া ও লেবাননে হিজবুল্লাহর ক্ষমতা ও প্রভাব বাড়বে বলেও তিনি মন্তব্য করেছেন।
সম্প্রতি সিরিয়ার গোলানে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর কয়েকজন যোদ্ধা ও ইরানের একজন জেনারেল শহীদ হন। এরপর হিজবুল্লাহ অধিকৃত শাবা আঞ্চলে ইসরাইলি অবস্থানে হামলা চালিয়েছে। এ হামলায় ইসরাইলের একজন কমান্ডারসহ ১৭ জন নিহত হয়েছে। অবশ্য তেল আবিব তাদের মাত্র দু’জন সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে।-রেতে।
Leave a Reply
You must be logged in to post a comment.