, ২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি
বিকাল ৪:২৪,TV



৯৪.৫% ভোট পেয়ে পুনর্নিবাচিত হলেন সুদানের প্রেসিডেন্ট বশির

৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।

সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির শতকরা ৯৪.৫ ভাগ ভোট পেয়ে প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন সোমবার রাজধানী খার্তুমে এক ঘোষণায় একথা জানিয়েছে।

দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ১৩ জন প্রার্থী ওমর আল-বশিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১.৪৩ শতাংশ ভোট। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেশি হওয়ার কারণে ভোট গ্রহণের সময় একদিন বাড়াতে হয়েছে।

আমেরিকা ও ব্রিটেনসহ পশ্চিমা বিশ্ব যথারীতি সুদানের প্রেসিডেন্ট নির্বাচনের সমালোচনা করে দাবি করেছে, এতে দেশটির প্রধান বিরোধী দলগুলো অংশগ্রহণ করেনি। পাশ্চাত্য বলছে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে সুদানের নির্বাচন কমিশন।

ওমর হাসান আল-বশির ১৯৮৯ সালে সুদানের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০১০ সালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবাচিত হন।

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ