৫২ জাতীয় ডেস্ক ।।
এটিএম কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেফতার এক বিদেশি এবং তিন ব্যাংক কর্মকর্তাকে ছয় দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
তারা হলেন- পোল্যান্ডের ভুয়া পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসা ইউক্রেনের নাগরিক পিওতর (পিটার) স্কেজেফান মাজুরেক, সিটি ব্যাংকের কর্মকর্তা রেজাউল করিম শাহীন, রেফাত আবেদিন রনি ও মোকসেদ আলি মাকসুদ।
রোববার আটক এই চারজনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের মামলা দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে গোয়েন্দা পুলিশ সোমবার ঢাকার আদালতে পাঠায়।
ডিবির এসআই সোহরাব মিয়া প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। মহানগর হাকিম মাজহারুল ইসলাম শুনানি শেষে ছয়দিন রিমান্ডের আদেশ দেন।