এমএ কাশেম, গাজীপুর ।।
গাজীপুর সদর উপজেলর হোতাপাড়াস্থ রুদ্রপুর এলাকার ভবানীপুর উচ্চ বিদ্যালয় স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রীকে উত্যক্ত করার সংবাদ পাওয়া গেছে।
স্থানীয় বখাটে রুবেল কে (১৯) জনতা আটক করে, বিষয়টি গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার এসিল্যান্ডকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য পাঠানো হলে এসিল্যান্ড বিনীতা রানী বখাটে যুবক রুবেলকে ভ্রাম্যমান আদালত বসিয়ে সপ্তম শ্রেণির স্কুল ছাত্রীকে ইভটিজিটিং এর দায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন,
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন, হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মাজাহারুল ইসলাম ও গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ কাশেম। স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের সকলকে ধন্যবাদ জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.