৫২ বিনোদন ডেস্ক।।
নয়া ফটোশ্যুটে অসাধারণ ভঙ্গিতে দেখা গেছে হলিউড অভিনেত্রী সলমা হায়েক পিনাল্টকে। এখন তাঁকে অনেক বেশি যৌন আবেদনময়ী দেখাচ্ছে বলে মনে করছেন অভিনেত্রী স্বয়ং। একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, ৪৮ বছরের মার্কিন ও মেক্সিকান অভিনেত্রী বলেছেন, অল্প বয়সে তাঁকে মোটেই সুন্দরী লাগত না। বরং এই প্রাপ্ত বয়সে তাঁর বডি শেপ আগের থেকে অনেক বেশি সঠিক ও সেক্সি হয়েছে।
তিনি জানিয়েছেন এমনিতে স্বাস্থ্য নিয়ে খুব বেশি সচেতন নন তিনি। খাওয়া-দাওয়া, ওয়াইন পান সবই করেন তিনি। তিনি আরও জানিয়েছেন, কোনওদিন শরীরচর্চার জন্য ব্যায়ামও করেননি তিনি। তবে ইদানীং যোগাসন করছেন বলে জানিয়েছেন তিনি।এতদিন বডিলাইন সঠিক না হওয়ার কারণে কেরিয়ারে বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। তবে এ ব্যাপারে তিনি বলেছেন, অন্যান্য দক্ষ অভিনেত্রীদের যখন ৩২, ৩৩ বছরেই কেরিয়ার শেষ হয়ে যায়, তখন এই বাজারেও এখনও সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.