, ২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রাত ১:৪০,TV



ভোলায় ইউনিয়ন আ:লীগ সেক্রেটারির বিরুদ্দে অনিয়মের অভিযোগ করায় যবলীগের উপর হামলা আহত – ১

৫২ মফস্বল ডেস্ক ।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষ থেকে ভোলা সদরের ২নং ইলিশা ইউনিয়নে গত ১৬ জুলাই বৃহস্পতিবার গরিব ও ‍দুঃস্থ্যদের মাঝে ১৫শ শাড়ী, ২শ লুঙ্গী ও ৪শ টি র্সাট বিতরন করা হয় ।

দুপুরে মাননীয় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ নিজে উক্ত র্কাযক্রমের উদ্বোধন করেন। এর আগে ইউনিয়ন আঃলীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ ইউনিয়ন যুবলীগ সভাপতি আলাউদ্দিনের নেত্রীত্তে তোফায়েল আহমেদের কাছে ইউনিয়ন আঃলীগের সেক্রেটারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন, পরে নেতা তা শুনে কাযক্রম উদ্বোধন করে আঃলীগ সেক্রেটারী সরোয়ারদি মাস্টারের প্রতি অসন্তোস প্রকাশ করে স্থান ত্যাগ করেন ।

মন্ত্রী মহোদয় স্থান ত্যাগ করার কিছুক্ষণ পরই সরোয়ারদি মাস্টারের নেত্রীত্তে তার ভাই মোসলে উদ্দিন বেপারী, হারুণ বেপারী সহ তাদের অনুসারীরা চরাও হন অভিযোগ কারীর উপর । এ সময় উভয় পক্ষের মধ্যে হাতা-হাতি, ধাক্কা্ ধাক্কির ঘটনা ঘটে ।এ তে আহত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হন ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আলাউদ্দিন আলী ।

আহত আলাউদ্দিন আলী জানান, এবারে শাড়ী, লুঙ্গী ও টি-র্সাট দেওয়ার সময় বিতরনের জন্য মেয়র মহোদয় অঙ্গ-সংগঠনের জন্য ৪শ টি-র্সাট, ও ৩শ শাড়ী বরাদ্দ দিলেও সরোয়ারদি মাস্টার তা অঙ্গ-সংগঠনকে না দেওয়ায় আমরা নেতার কাছে অভিাযোগ করি ।এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা করে আমাকে আহত করে, আমি এ ব্যপারে নেতার কাছে সুস্থ্য বিচার চাই ।

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ