৫২ জাতীয় ডেস্ক ।।
পুলিশ হেফাজতে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার প্রাণহানির আশঙ্কায় রয়েছে তার পরিবার।
বৃহস্পতিবার সকালে তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন মান্নার স্ত্রী মেহের নিগার।
তিনি বলেন,‘রিমান্ডে নেবার পর মান্নাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা থেকেই বোঝা যায় একজন অসুস্থ মানুষের সঙ্গে রিমান্ডের নামে কী ধরনের আচরণ করা হয়েছে। আমরা তার প্রাণহানির আশঙ্কায় আছি। এ জন্য তাকে জামিনে মুক্তি দেয়ারও আবেদন জানাচ্ছি।’
মান্নার স্ত্রী বলেন, ‘এরইমধ্যে পরপর দুটি মামলা দিয়ে তাকে ২০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। ১০ দিনের প্রথম রিমান্ডের সময় তার সঙ্গে সাক্ষাৎকরা বা ওষুধপত্র দেয়ার কোনো সুযোগ দেয়া হয় নি। তার বুকে তিনটার অধিক ব্লক রয়েছ। সম্প্রতি গ্রেফতার ও মানসিক নির্যাতনের কারণে তার হার্টের পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে বলে আমাদের বিশ্বাস।’
মেহের নিগার সরকারের কাছে আবেদন করে বলেন,‘আমরা সরকারের কাছে মান্নার শরীরের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ও সুচিকিৎসার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। আমরা তাকে কারাগারে হস্তান্তরের পর ডিভিশনের আবেদন জানাচ্ছি।’
তিনি বলেন,‘মাহমুদুর রহমান মান্না আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যে কোনো প্রকার আইনানুগ বিচারের সন্মুখীন হতে রাজি আছেন। প্রয়োজনে তাকে জেলগেটে ডাক্তারের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।’
আসন্ন ঢাকা সিটি নির্বাচনে মাহমুদুর রহমান মান্না অংশ নেবেন কিনা- জানতে চাইলে এ ব্যাপারে কিছু জানেন বলে না জানান মান্নার স্ত্রী।
সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্নার মেয়ে নিলম মান্না ছাড়াও নাগরিক ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বনানী থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করে বলে অভিযোগ করে তার পরিবার। পরে ২১ ঘণ্টা পর ২৪ ফেব্রুয়ারি ধানমণ্ডি থেকে মান্নাকে গ্রেফতার করা হয় বলে জানায় র্যাব। বর্তমানে মাহমুদুর রহমান মান্নার নামে দুটি রাষ্ট্রদ্রোহ মামলা বিচারাধীন।
Leave a Reply
You must be logged in to post a comment.