মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে শ্যামলী মোড়ে অবস্থিত খান প্লাজার আট তলার বিলাস গার্মেন্টসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদাবর থানার এএসআই মো.কবির।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের খবর জানা যায়নি।
অষ্টমতলা ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় দুটি আবাসিক হোটেল রয়েছে। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম তলা পর্যন্ত রয়েছে বিলাস গার্মেন্টস।
ঘটনাস্থলে দমকল বাহিনী ও র্যাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানাযায়, অষ্টম তলায় গার্মেন্টসের একটি কক্ষ থেকে প্রথমে ধোঁয়া উড়তে দেখা যায়। পরে স্থানীয়রা ছুটে যান। খবর পেয়ে দমকল ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
প্রাথমিকভাবে খুব বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে না বলে সালাহ্উদ্দিন ওয়াহিদ প্রীতমকে জানিয়েছেন র্যাব-২ এর এসআই মহসিন।
তিনি বলেন, অষ্টম তলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে তা তারা নিশ্চিত। তবে সেখানে কোনো কর্মী ছিলেন না। রাত ১০টায় গার্মেন্টস কর্মীরা কাজ শেষে বেরিয়ে গেলে তাতে তালা দিয়ে দেওয়া হয়েছিল বলে তারা জানতে পেরেছেন।
এদিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, তাদের ১৪টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে রয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
ওই ভবনে থাকা আবাসিক হোটেলের মালিক মো. মুনির বলেন, গার্মেন্টসে অষ্টম তলা থেকে তারা ধোঁয়া বের হতে দেখেছেন। পরে আগুন ছড়িয়ে পড়লেও নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ভবনটির অন্যান্য তলায়ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.