, ২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি
বিকাল ৫:১০,TV



১০ কেজি গাঁজাসহ আটকমাদক ব্যবসায়ী ফয়সল

হবিগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নজরুল ইসলাম তালূকদার, ৫২ হবিগঞ্জ(সিলেট)।।

হবিগঞ্জ জেলার শায়েস্থাগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুর থেকে ফয়সাল মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলার বনগাঁও গুচ্ছগ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধার পর মাদক ব্যবসায়ী ফয়সল গাঁজা পাচারের উদ্দেশ্যে মহাসড়কের নূরপুর নামক স্থানে বাসের জন্য অপেক্ষা করছিল ।
গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এ এস আই সামাদ ও এ এস আই বুরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে ১০টি প্যাকেট পলিথিন দিয়ে মোড়ানো গাঁজাসহ আটক করে। উদ্ধারকৃত গাঁজার পরিমান ১০ কেজি বলে পুলিশ জানায়।

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ