জয়দেবপুর থানার এএসআই মো. মমিন মিয়া জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সবুজ (২), রাকিব (১২), নুরুন্নবী (২৬), মঞ্জুরুল ইসলাম (৩২) ও সোহেল রানা (৩৪)।
চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে মমিন মিয়া জানান।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, ঢাকা থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাসে কয়েকজন যুবক পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়।
জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা এলাকাবাসীর সহায়তায় আগুন নিভিয়ে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, দগ্ধ পাঁচজনের শরীরই ৩০ শতাংশের বেশি পুড়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন জোট গত ৫ জানুয়ারি সারাদেশে লাগাতার অবরোধ শুরুর পর গত এক মাসে সহিংসতা ও নাশকতায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে, যার বেশিরভাগই পুড়ে মারা গেছেন।
এর মধ্যে গত মঙ্গলবার ভোররাতে চৌদ্দগ্রামের মিয়াবাজারে ঢাকাগামী একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে আটজনের মৃত্যু হয়। এর আগে গত ১৪ জানুয়ারি রংপুরে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যান পাঁচ বাসযাত্রী।
Leave a Reply
You must be logged in to post a comment.