৫২ টঙ্গী প্রতিনিধি ।।
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গত বুধবার (১৮ ফেব্র“য়ারি) তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহতদের একজন আব্দুর রহিম (৪৫) গতকাল শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উভয় গ্র“পই আব্দুর রহিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
জানা যায়, বুধবার ঘটনার দিন ইজতেমা ময়দানে লিফলেট বিতরনের সময় প্রতিপক্ষ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে মারামারি ঘটনার ঘটে। এ সময় আব্দুর রহিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মারামারি থামানোর চেষ্টা করেন। এতে তিনিও সংঘর্ষের শিকার হয়ে আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
উল্লেখ্য, গত বুধবার ইজতেমা ময়দানে বিভিন্ন মেয়াদের চিল্লাধারী মুসল্লীদের শতাধিক কাফেলার দাওয়াতি কাজের প্রাক প্রস্তুতি সভায় লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিবদমান দুই গ্র“পের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আব্দুর রহিমসহ অন্তত ৭ জন আহত হন ।
আব্দুর রহিম টঙ্গী ইজতেমা ময়দানের পানি সরবরাহের দায়িত্ব পালন করতেন। এই দায়িত্ব পালনকারীকে তাবলীগ জামাতের পরিভাষায় ‘পানির জিম্মাদার’ বলা হয়। আব্দুর রহিমের বাড়ি গাজীপুরের গাছা এলাকায় বলে জানা গেছে।