পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার কাজী পাড়া সীমান্তে আজ শনিবার সকাল ১১টায় ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতের কৃষাণগঞ্জ ৬৬ ব্যাটালিয়ন বিএসএফের পক্ষে ছয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অধিনায়ক কর্ণেল শ্রী কে গণেশ ও বাংলাদেশের পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের বিজিবির পক্ষে ছয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লে.অধিনায়ক কর্ণেল মোহাম্মদ আরিফুল হক।
সীমান্ত সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশের সীমান্তে গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে বিএসএফের গুলি, এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এর জবাবে গতকাল এ পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সভায় বিজিবি-বিএসফের মধ্যে নানান বিষয় নিয়ে আলোচনা হলেও ফলপ্রসুর মধ্য দিয়ে এ পতাকা বৈঠক শেষ হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া বিজিবির কোম্পানী কমান্ডার মো.দিদার আলী, বিজিবির নায়েক গাজীউল (গাজী) ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি ।
বৈঠকে জানা যায়, চোরাচালান, সীমান্তে কাটাতার কর্তন, মাদক, নারী-শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ আন্তঃসীমান্ত সন্ত্রাস দমনে যৌথ টহলের সিন্ধান্ত হয়েছে। এছাড়া সীমান্তে শান্তিপূর্ণ সহ-অবস্থান বজায় রাখা, বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ সংযম প্রদর্শন, সীমান্তে যেকোন সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান, উভয় দেশের সীমান্তরক্ষীদের সম্পর্কোন্নয়ন সীমান্তে নিরীহ বাংলাদেশীকে গুলি না করাসহ দুই দেশের সীমান্ত সংশ্লিষ্ট নানা বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছেন।