, ২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি
বিকাল ৪:০৮,TV



পঞ্চগড় তেঁতুলিয়া হাসপাতালে ইপিআই কর্মসূচিতে নিউমোনিয়া প্রতিরোধে ২টি নতুন টিকার উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি ।।

পঞ্চগড় তেঁতুলিয়ায় আজ (২১ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি হলরুমে সকাল ১০টায় শনিবার ইপিআই কর্মসূচিতে ১ বছর কমবয়েসী শিশুদের জন্য নিউমোনিয়া প্রতিরোধে ২টি নতুন টিকা সংযোজন ও শুভ উদ্বোধন এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। টিকা দুটির নাম নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিসিবি) ও ইনএ্যাকটিভেটেড পলিও ভ্যাকসিন (আইপিবি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.পীতাম্বর রায়, এমটিইপিআই লুৎফর রহমান, স্বাস্থ্য পরিদর্শক শরিফ উদ্দিন, মেডিকেল অফিসার সুমন রায়সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় নিউমোনিয়ার লক্ষণ হিসেবে বলা হয়-কাশি অথবা শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর বয়স অনুযায়ী দ্রুত শ্বাস নিউমোনিয়ার লক্ষণ। শ্বাস নেয়ার সময় বুকের নিচের অংশ ভিতরে ডেবে যাওয়া মারাত্মক নিউমোনিয়ার লক্ষণ। এছাড়াও ব্যাকটিরিয়াল মেনিনজাইটিসে বলা হয়, মাথা ব্যথা, জ্বর, বমি ও ঘাড় শক্ত হয়ে যায়। উজ্জ্বল আলোর প্রতি সংবেদনশীল, ঘুম ঘুম ভাব ও শরীরের তাপমাত্রা কমে যায় এবং অচেতন হয়ে যায়। এ টিকা দুটি শিশুদের নিউমোনিয়া প্রতিরোধে দ্রুত কাজ করবে বলে বক্তারা বলেন।

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ