, ২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি
বিকাল ৫:০৪,TV



বর্তমান সংসদ চোরাবালির ওপর দাঁড়িয়ে: বিএনপি নেতা মাহবুব

৫২ রাজনীতি ডেস্ক ।।

পথ হারিয়েছে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লে.জে. (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেন, ঘোর অন্ধকারে উত্তর আকাশে তাকিয়ে ধ্রুবতারাকে নির্ণয় করতে হয়। আর সেই ধ্রুব তারাই পথ দেখায়। আর এই শিশু কিশোররাই হলো সকালের সূর্য।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জিয়া শিশু কিশোর মেলা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান বলেন, আন্দোলন একটি চলমান প্রক্রিয়া। সকল মানুষের অংশগ্রহণে এবং আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। সংসদ আজ চোরাবালির ওপর দাঁড়িয়ে বলেও মন্তব্য করেন তিনি।

দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত উল্লেখ করে তিনি বলেন, এ সংকট নিরসনে শিশু কিশোরদের দেশপ্রেমিক করে গড়ে তুলতে হবে। আত্মশক্তিতে বলীয়ান হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। একই সঙ্গে বাবা-মায়েদেরও এ বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান মাহবুবুর রহমান।

দিনব্যাপী এ সঙ্গীত প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

এদিকে, জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। দুপুর পৌনে ২টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। টানা অবরোধ কর্মসূচি চলাকালে গত জানুয়ারি মাসে গ্রেফতার হন শমসের মবিন চৌধুরী। তার বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে।

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ