যশোরের বেনাপোল’র পুটখালি সীমান্তে শুক্রবার ভোরে আলিম খন্দকার (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ।
২৩ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আ. রহিম জানান, আজ শুক্রবার ভোর রাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আলিম খন্দকার পুটখালি সীমান্ত দিয়ে গরু নিয়ে দেশে ফিরে আসছিলেন। এ সময় ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে পিটিয়ে জখম করে পার্শ্ববর্তী ইছামতি নদীতে ফেলে দেয়।
পরে সকালে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দিলে পুলিশ দুপুর ১টায় তার লাশ নদী থেকে উদ্বার করে। নিহতের শরীরে ও মাথায় আঘাতের চিহৃ পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে বলে বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান। নিহত আলিম খন্দকার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ইউসুফ খন্দকারের ছেলে
Leave a Reply
You must be logged in to post a comment.