, ২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি
সকাল ৬:২০,TV



বাংলাবান্ধা মহাসড়কে ভাংচুর নাশকতার অভিযোগে জামায়াতের আমির সহ ৪ জন গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধিঃ

তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে পরিবহন ভাংচুর নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে জামায়াতের আমিরসহ ৪ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মডেল থানার ওসি জানান, জাতীয় মহাসড়কের টাইয়াগছ নামক স্থানে ৩টি পরিবহন ভাঙ্চুর ও নাশকতার পরিকল্পনা করার অভিযোগ উপজেলা শাখার জামায়াতে ইসলামের আমির ও কালান্দিগছ সিনিয়র দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আব্দুল হাকিম (৫০), একই মাদ্রাসার সহকারী সুপার মাওলানা এমদাদুল হক (৬০), ফকির পাড়ার ইবতেদায়ী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নুর মোহাম্মদ ও আজিননগর গ্রামের জয়নাল আবেদীনকে পুলিশ গ্রেফতার করে।

এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় মামলা হয়েছে।

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ