, ২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি
বিকাল ৪:১৬,TV



শপথ নিলেন ৩ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।

বুধবার ১০টা ৩১ মিনিটে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক, দক্ষিণের সাঈদ খোকন ও চট্টগ্রাম সিটির নবনির্বাচিত মেয়র আ জ ম নাছিরকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ১০টা ২৮ মিনিটে তিন সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক। মন্ত্রিসভার সদস্য,  সংসদ সদস্য,  সহস্র নাগরিক কমিটির সদস্য, ঢাকার দুই মেয়রের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এবং তিন মেয়রের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে এলে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরা দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

গত ২৮ এপ্রিল তিনি সিটিতে বিতর্কিত নির্বাচনের পর ৩৬ ঘণ্টার মধ্যে বিজয়ী প্রার্থীদের নাম-ঠিকানাসহ বৃহস্পতিবার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কারচুপি ও ব্যাপক অনিয়মের অভিযোগে বিএনপি এই নির্বাচন বর্জন করে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তদন্তের আহ্বান জানিয়েছে। তবে সরকার ও নির্বাচন কমিশন বলেছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে।

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ