৫২ টঙ্গী প্রতিনিধি ।।
টঙ্গীর পুর্ব আরিচপুর এলাকায় স্ত্রীর গাঁজা সেবনে বাধা দেওয়ায় আত্মীয় ও ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বেধড়ক পিটিয়ে স্বামীকে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ আহত স্বামী মো. নাজমুল ইসলামকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেন। এঘটনায় গতকাল শনিবার টঙ্গী মডেল থানায় নাজমুল ইসলাম বাদি হয়ে স্ত্রী নাসিমা আক্তার শিউলিকে প্রধান আসামী ও হামলাকারী আরও ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী নাসিমাকে পুলিশ গতকাল শনিবার গ্রেফতার করে গাজীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে।
পুলিশ, ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২০১১ সালে ১১ নভেম্বর ওই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইতিপূর্বে স্বামী-স্ত্রী উভয়েরই একাধিকবার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার গালর্স স্কুল রোডের ৩৮ নং বাড়িতে বসবাস করে আসছিলেন। নেশাগ্রস্থ নাসিমা স্বামীর অবর্তমানে তার পূর্ব পরিচিত মাদকাসক্ত বন্ধুদের নিয়ে বাসায় নিয়মিত গাঁজা ও ইয়াবা সেবনের আসর বসাতো। এতে তার স্বামী বাধা দিলে গত শুক্রবার রাত সাড়ে ৯ টায় বাসায় ফেরার পথে নাসিমার লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা নাজমুলকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে টঙ্গী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়।
এবিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.