৫২ বিনোদন ডেস্ক ।।
মুক্তির আগে প্রচুর প্রত্যাশা জাগিয়েও বক্সঅফিসে সেভাবে সাফল্য পেল না সুশান্ত সিং রাজপুতের ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী।
বরং, প্রচারের আলোয় সেভাবে না থেকেও বক্সঅফিসে লাবের মুখ দেখল সানি লিওনের এক পহেলি লীলা। এই ছবির কাছে পিছিয়ে পড়েছে অনুষ্কা শর্মার এনএইচটেনও।
মু্কির প্রথম দিনেই ৫.৩০ কোটি টাকার ব্যবসা করেছে এক পহেলি লীলা। তারপর থেকে বজায় রেখেছে ধারাবাহিকতা।
মাত্র ১৫ কোটি টাকার বাজেটে তৈরি ছবি প্রথম সপ্তাহান্তের মধ্যেই বক্সঅফিস থেকে তুলেছে ১০.৫০ টাকা। প্রথম ২ দিনের হিসেবে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, এনএইচটেন ছবিকে ছাপিয়ে গিয়েছে এক পহেলি লীলা।
এই বছরে এখনও পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছবিগুলির দিকে চোখ রাখলে দেখা যাবে প্রথম সপ্তাহান্তে বক্সঅফিস থেকে লাভের হিসেবে পঞ্চম স্থানে রয়েছে এক পহেলি লীলা।
এর আগে রয়েছে বেবি(৩৬.০৭ কোটি), রয়(২৮.৬৮ কোটি), বদলাপুর(২৩.৫ কোটি) ও তেভর(২২.৫ কোটি)।
Leave a Reply
You must be logged in to post a comment.