২০ দলীয় জোটের ৭২ ঘন্টার হরতাল ডাকার পরপরই রাজধানীর বেশ কিছু এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঘঠেছে বাসে আগুন দেয়া কয়েক স্থানে ককটেল বিস্ফোরণের মত বিচ্ছিন্ন ঘটনা। এতে ঐসব এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন দিয়ে পালিয়ে দুর্বৃত্তদের আটক করতে পারেনি আইনরৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, বাড্ডায় বাসে আগুন দেয়ার পরপ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত নেই বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর ধানমন্ডি, মগবাজার ও মালিবাগ সুপার মার্কেটের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.